শরীয়তপুর পোর্টাল: শিক্ষাঙ্গণ পোর্টাল

জেলার ও জেলাবাসীদের শিক্ষাঙ্গণ সম্পর্কিত পোর্টাল

Home » »
জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Written By শরীয়তপুর পোর্টাল on বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ | ৫:৫৩ AM

শরীয়তপুর জেলা ও বাংলাদেশে বিশ্ববিদ্যালয়টির বিশেষত্বঃ
-----------------------------------------------------------------------------
১. সবুজ প্রাকৃতিক পরিবেশে শহুরে কোলাহল মুক্তদেশের একমাত্র বেসরকারী বিশ্ববিদ্যালয়;
২. বাংলাদেশের অন্যতম আবাসিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়;
৩. জেলার একমাত্র ও প্রথম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়;
৪. শরীয়তপুর জেলার একমাত্র ও প্রথম বেসরকারী ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
৫. শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক ”দর্শনীয় স্থান” হিসাবে স্বিকৃত
বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপটঃ
---------------------------------------
হিমালয় কণ্যা গাঙ্গেয় বদ্বীপ বিধৌত বাংলাদেশের এক রুদ্র জনপদের নাম মধুপুর গ্রাম। বর্তমানে সড়ক যোগাযোগের কিছু উন্নতি হলেও ভোরের শিশির স্নিগ্না দূর্বাসম, পূত পবিত্র, নিরীহ ও অনগ্রসর জনগণের সার্বিক জীবনধারণের জন্য মধুপুর তথা শরীয়তপুরে নেই উন্নয়ন সম্পৃক্ত কোন দপ্তরের ভৌত অবকাঠামো। ফলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য এবং পরিবেশ সংরক্ষণে অঞ্চলটি শুধু অনগ্রসরই নয় বরং চরম অবহেলিত। পদ্মা সংলগ্ন এই চরাঞ্চলের এই দুঃখজনক জীবন ব্যবস্থায় বিচলিত হয়ে পড়েন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন জনাব জয়নুল হক সিকদার। তিনি শরীয়তপুরকে জাতীয় প্রগতির মূল ধারায় সম্পৃক্ত করতে বিস্তৃত করেন সূদুরপ্রসারী পরিকল্পনার শাখা প্রশাখা।
জনগণকে সার্বিক দিক থেকে আত্ননির্ভরশীল করতে ও পশ্চৎপদ শরীয়তপুর অঞ্চলের মানুষের মাঝে উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দিতে কোমল ও কাঠিন্যে ঋদ্ধ এই সুশৃঙ্খল সাধকের উদ্যোগ্যে শরীয়তপুরে গড়ে উঠেছে বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির বহুমুখী বিশ্ববিদ্যালয়।
শরীয়তপুর ছাড়া দেশের বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রী গণ এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।
প্রতিষ্ঠাকাল: ২০১২ খ্রিষ্টাব্দ
ধরণ : বেসরকারী বিশ্ববিদ্যালয়।
অনুমোদনকারীঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)
প্রতিষ্ঠাতা: বিশিষ্ট শিল্পপতি জয়নুল হক সিকদার ।
উদ্দেশ্য: গ্রামীন মেধাবী , দরিদ্র ও অবহেলিত শিক্ষার্থীদের মধ্যে উচ্চ শিক্ষার পৌছে দেয়া;
লক্ষ্য: দেশের প্রত্যন্ত অঞ্চল হতে ভবিষ্যৎ প্রতিনিধি গড়ে তোলার প্রত্যয়ে ও উচ্চ শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দারিদ্র দূরীকরণ;
বিষয় ও প্রোগ্রামঃ
-------------------------------
এই বিশ্ববিদ্যালয়ে ৪টি অনুষদে ৮টি বিভাগের অধীনে ১২টি প্রোগ্রাম চালু আছে ।
ক) মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ : বি.এ ইন ইংলিশ (সম্মান), এল এল. বি. (সম্মান), এল এল. বি (পাস)
খ) ব্যবসায় শিক্ষা অনুষদ: বি বি এ, এম বি এ (রেগুলার), এম বি এ ( এক্সিকিউটিভ)
গ) প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদ (বিএসসি) সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ৪। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
ঠিকানাঃ মধুপুর, কার্তিকপুর,ভেদরগঞ্জ, শরীয়তপুর।
ওয়েবসাইট: www.Zhsust.edu.bd.
-----------------------------------------------------
Last Update: 11.11.2015

Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. শিক্ষা সম্পর্কিত পোর্টাল - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Premium Blogger Template